ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন: মোদি
ঢাকা, ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবারঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেছেন, "ভারতে দেশব্যাপী আরোপ করা লকডাউনের মেয়াদ কমপক্ষে আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হবে। এটি করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় লকডাউন আরোপ।" খবর এএফপি’র।
বর্তমানে দেশটিতে চলমান তিন সপ্তাহের লকডাউনের মেয়াদ মঙ্গলবার মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। ভারতের মোট জনসংখ্যা ১৩০ কোটি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি বলেন, "এই লকডাউনের ফলে ‘অর্থনৈতিক দিক... থেকে আমাদের অনেক মূল্য দিতে হবে। কিন্তু ভারতের জনগণের জীবনের মূল্য তার চেয়ে আরো অনেক বেশি।"
তিনি জানিয়ে দেন দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ২০ এপ্রিলের পরে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তির কথা মাথায় রেখেই বিভিন্ন এলাকার জন্য এমন সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, "সবার সুপারিশ মাথায় নিয়ে আমরা ৩রা মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।"
মন্তব্য